Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১. উপজেলার নাম : পাবনা সদর।

২. জনসংখ্যা : ৫,৯০,৯১৪ জন।পুরুষ-২,৯৬,৮৭০ জন এবং মহিলা-২,৯৪,০৪৪ জন।

৩. থানা/ইউনিয়নঃ থানা- ২ টি, ইউনিয়ন - ১০ টি। 

৪. এ কার্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ :

সামাজিক নিরাপত্তা কর্মসূচি :

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতয় পরিচালিত এ পজেলায় (ক) বয়স্ক ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট ১২,০২৬  জন; (খ) বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ৪,০৯৫ জন; (গ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট ৩,৫২৬  জন এবং (ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট ১৬৮ জন

দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :

দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতয় এ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (ক) পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ০১,০১,৭৬,১১০/- (এক কোটি এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত দশ) টাকা;  উপকারভোগীর সংখ্যা- ৯.৩২০জন এবং (খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান ১৬,৬৯,৮৩৭/- (ষোল লক্ষ উনসত্তর হাজার আটশত সায়ত্রিশ) টাকা;  এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- ২৩৪ জন। 

আবাসন ও আশ্রয়ণ প্রকল্প :

আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩(তিন) টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। হিমায়েতপুর আশ্রয়ণ প্রকল্প, ভজেন্দ্রপুর আশ্রয়ণ প্রকল্প এবং লক্ষীনাথপুর আশ্রয়ণ প্রকল্প। এ সকল আশ্রয়ণ প্রকল্পে ঋণ খাতে বরাদ্দকৃত মূলধনের পরিমাণ ৯,২৯,০০০/- (নয় লক্ষ উনত্রিশ হাজার) টাকা যা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ হিসাবে বিনিয়োগকৃত; এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- ২৫৪ জন। 

প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ :

প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে পাবনা সদর উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৪৪১৪ জন। যাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বেসকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট :

পাবনা সদর উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার সংখা- ৪ টি। বেসরকারি  এতিমখানায় প্রতিপালিত এতিম শিশুর সংখ্যা প্রায় ২০০ জন। ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত শিশুর সংখ্যা ৯৪ জন

স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ক্ষমতায়ন  :

এ উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা ৮৫ টি । যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামজিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে।